details

বৈশাখী মেলার দোকান ভিটি বন্টন নিয়ে রহিমপুরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত ১


বক্সনগর প্রতিনিধি,৪ঠা মে।। বক্সনগর ব্লক অন্তর্গত রহিমপুর বাজারের বৈশাখী মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।ঘটনায় গুরুতর আহত এলাকার বিশিষ্ট সমাজসেবী খোরশেদ আলম।ঘটনার বিবরণে জানা যায়,প্রত্যেক বছরের ন্যায় এবছরও রহিমপুর বাজারে শনিবার বৈশাখী মেলা শুরু হয়।এই মেলায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দিতে আসেন এই বৈশাখী মেলায়।এই মেলাকে কেন্দ্র করে একটি মেলা কমিটি গঠিত হয়।এই মেলার সমস্ত কিছু পরিচালনা করেন মেলা কমিটি। রহিমপুর শাহজাহান মিয়া (ধনা) চা দোকানের একটি দরজার সামনে একটি বহিরাগত দুকানিকে দোকান দেওয়ার জন্য মেলা কমিটি সিদ্ধান্ত করেন।এই সিদ্ধান্তক্রমে বহিরাগত দোকানদার সেখানে দোকান দিতে আসলে শাহজাহান মিয়া বাধা প্রদান করে।এতে মেলা কমিটির সম্পাদক তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী খুরশেদ আলম চা বিক্রেতা শাহজাহান মিয়ার সঙ্গে কথা বলতে আসে।প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।তারপর হঠাৎ শাহজাহান ক্ষিপ্ত হয়ে দোকান থেকে দাঁড়ালো ছুরি বের করে খোরশেদের বুকে দাঁড়ালো ছুরি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে খোরশেদ মাটিতে লুটিয়ে পড়ে এবং সারা দেহ রক্তে লাল হয়ে যায়। ঘটনাটি চাউর হতে খোরশেদের ভাই সোহেল ঘটনাস্থলে আসলে লাঠি দিয়ে হাতে আঘাত করে। ঘটনাস্থলে মেলা কমিটির সহ এলাকার লোকজন আসলে অভিযুক্ত শাহাজান মিয়া ঘটনাস্থল স্থল থেকে পালিয়ে যায়।এদিকে আবার ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন এবং অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।ঘটনায় আহত খোরশেদ আলমকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক স্নিগ্ধা দাস তার প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর আশঙ্কা জনক পরিস্থিতি দেখে আগরতলা আইএলএস হাসপাতালে রেফার করেন।অভিযুক্ত এলাকা থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষনের মধ্যেই পুলিশ তাকে আটক করে থানা নিয়ে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি খুবই থমথমে। জানাযায় পরে ক্ষিপ্ত জনতারা দোকানটিকে ভেঙ্গে চুরমার করে দেয়।এই থমথমে পরিস্থিতির কে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়ন রয়েছে বলে খবর। এখন এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে কোন বড় ধরনের ঘটনা ঘটে কিনা দেখার বিষয়।

Get In Touch

joynagar.HGB road.Dasamighat. agartala. tripura west.799001

+9774113108

prasantjoynagar@gmail.com

Follow Us

1
Popular News
Flickr Photos

© Tripura Fourthpillar . All Rights Reserved.