details

জল নিকাশি নালার সংস্কার ও পরিষ্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই ক্ষতিগ্রস্ত কৃষিকরা

জল নিকাশি নালার সংস্কার ও পরিষ্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই ক্ষতিগ্রস্ত সোনামুড়ার ধলিয়াই ও ঠাকুরমুড়া এলাকার কৃষিকরা। এই ২ এলাকার অপেক্ষাকৃত নিচু জমিতে যুগ যুগ ধরে শুখা মরসুমে ধান চাষ ও বর্ষার মরসুমে কমবেশি মাছ চাষ করে আসছেন তারা। কিন্তু উল্লেখিত এই জলা বা নিচু জমির জল নিষ্কাশনের জন্য যে নালা রয়েছে প্রশাসনিক উদাসীনতায় তার  অনেকটাই আজ জবর দখল হয়ে গেছে। স্থানীয় বাহুবলিরা মাটি ফেলে প্রায় ভরাট করে ফেলেছে এই নিকাশি নালাটির দু ধারের বিরাট অংশ। যার ফলে বাড়িঘরের পাশে থাকা ড্রেনের থেকেও সরু হয়ে পড়েছে জলার জল নিস্কাশনের নালাটি। তার ওপর ফেলা হচ্ছে  প্লাস্টিক বোতল ,থার্মোকল সহ যাবতীয় আবর্জনা। কিন্তু প্রশাসন থেকে সোনামুড়া নগর পঞ্চায়েত সকলেই নিশ্চুপ এক অদৃশ্য কারনে। কেউ কিছু বলেছে না। যার ফলে থেমে থেমে মাত্র ২ - ৩ দিনের  সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ধলিয়াই ও ঠাকুরমুড়া জলার কৃষকদের বোরো ধানের কানি কানি ক্ষেত। ক্ষেত জলের তলায় চলে যাওয়ায় অপরিপক্ক ধানই সময়ের আগে কেটে ঘরে তুলতে হচ্ছে উল্লেখিত এলাকা গুলির কৃষকদের। নগর পঞ্চায়েত বা প্রশাসন বলে কোন কিছু আছে কি না ?তা বুঝে উঠতে পারছেন না ক্ষতিগ্রস্ত কৃষকরা।  মহকুমা প্রশাসন ও সোনামুড়া নগর পঞ্চায়েতের উদাসীনতায় , স্থানীয় নেতাদের ম্যানেজ করে এমনিতেই সোনামুড়ার ধলিয়াই ও ঠাকুরমার জলার বিরাট অংশ ভরাট হয়ে গেছে কয়েক বছরের মধ্যে। এখন নিকাশি নালার অবস্থাও বেহাল। যদি আসন্ন বর্ষার মরসুমে ভারী বৃষ্টিপাত হয় তাহলে সোনামুড়ায় কৃত্তিম বন্যা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Get In Touch

joynagar.HGB road.Dasamighat. agartala. tripura west.799001

+9774113108

prasantjoynagar@gmail.com

Follow Us

1
Popular News
Flickr Photos

© Tripura Fourthpillar . All Rights Reserved.