details

ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ

শুক্রবার রাজধানীর বটতলা এলাকায় এ আই ডি ওয়াই ও  এবং এ আই ডি এস ও এক কর্মসূচি থেকে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলেন। এ আই ডি এস ও রাজ্য সভাপতি ভবতোষ দে জানান, ১৫৬ টি শূন্য পদে নিয়োগ করার জন্য ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক আসাম, শিলচর, ডিব্রুগড় সহ বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করে। সেখানে পরীক্ষা দিতে যাওয়ার সময় গত ১ মে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় রাজ্যের এক যুবকের। এবং আহত হয়েছে ৩০ জন। এর মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। এর জন্য দায়ী ব্যাংক কর্তৃপক্ষ। রাজ্যের বাইরে পরীক্ষা কেন্দ্র করা না হলে এই ঘটনা সংঘটিত হতো না। আজকে এর প্রতিবাদে দাবি করা হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রে রাজ্যে করতে হবে বলে জানান তিনি।

Get In Touch

joynagar.HGB road.Dasamighat. agartala. tripura west.799001

+9774113108

prasantjoynagar@gmail.com

Follow Us

1
Popular News
Flickr Photos

© Tripura Fourthpillar . All Rights Reserved.