details

হাসফাস গরমে নাজেহাল জনজীবন

তেলিয়ামুড়া প্রতিনিধি -
হাসফাস গরমে নাজেহাল জনজীবন। তাপমাত্রা যেন নিম্নমুখী হতেই  চাইছেনা।   এই গরমে একটু শান্তি পেতে বাজারের বিভিন্ন ঠান্ডা পানীয় যথেষ্ট  চাহিদা রয়েছে। সেই সংগে তুলনা করলে প্রকৃতি সৃস্ট বিভিন্ন পানীয়ের জুড়ি মেলা ভার।এর মধ্যে রয়েছে মরশুমি রসালো ফল  তরমুজ। এলহন বাজারে ভরপুর বিক্রি হচ্ছে রাজ্য এবং বহিঃরাজ্যের তরমুজ। সাড়া বাজার জুরেই এখন তরমুজের পসরা সাজিয়ে বসে থাকতে দেখাযায়।কিন্তু   তারপরও  নারিকেলের ডাবের জল এই দাবদাহে একটু বাড়তি  চাহিদা পরিলক্ষিত হয়  । এই গরমে মানুষকে একটু শিতলতা দিতে এবং এর পাশাপাশি একটু অর্থও উপার্জনের আসায় তেলিয়ামুড়া শহরে বিভিন্ন মোরে ডাব নিয়ে বসার চিত্র ধরা পড়ল। প্রখর রোদে গরমে একটু তৃপ্তি পেতে ডাবের জলের জবাব নেই। সাথেই রয়েছে শিতল ডাব। তেলিয়ামুড়া   শিববাড়ি সংলগ্ন  এলাকায় জাতীয় সড়কের পাশে দেখাগেল এক বিক্রেতাকে তালের ডাবের জলএবং কচি ডাব বিক্রি করতে। আলাপ চারিতায় জানাযায় গরমের মরশুমে এই ডাব বিক্রিকরে সংসারের উপার্জন হিসাবে একটু বার্তি আমদানি যেমন হয়। সাথে সাথে গরমের মধ্যে মানুষকে একটু তৃপ্তিও দেওয়াযায়।গ্রামীণ এলাকা থেকে ক্রয় করে এনে সেগুলি বিক্রি করেন। অন্যান্য বছরের ন্যায় এবছর ও তেলিয়ামুড়া শহরে নিয়ে আসেন বিক্রির জন্য।

Get In Touch

joynagar.HGB road.Dasamighat. agartala. tripura west.799001

+9774113108

prasantjoynagar@gmail.com

Follow Us

1
Popular News
Flickr Photos

© Tripura Fourthpillar . All Rights Reserved.