details

গাজা পাচারের ক্ষেত্রে জড়িয়ে পরছে ত্রিপুরার সহজ সরল মেয়েরা ও।

তেলিয়ামুড়া প্রতিনিধি  -
  
 অবৈধ গাজা পাচারে নিত্যনতুন পন্থা অবলম্বন করছে পাচারকারীরা । একাংশ পুলিশ প্রশাসনের সচেতনতার ফলে নতুন নতুন পন্থাও ভেস্তে  যাচ্ছে। পুলিশের বড় সাফল্য না থাকলেও প্রায় প্রতিদিনই কিছু কিছু পাচারকারি সহ পাচার সামগ্রী আটক হওয়ার খবর রয়েছে।   আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে  মোট ২৫ কেজি শুকনো গাঁজা সহ মোট চার জনকে আটক করে এন.ডি.পি.এস ধারায় মামলা গ্রহণ করলো তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার সাত সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে।
  ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন,,  আগরতলার দিক থেকে TR01 E 3229 নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়া দিকে আসার পথে হাওয়ায় বাড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট ২৫ কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিন মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট চার(৪)জন'কে আটক করে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর আই পি এস, তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী। পুলিশ জানিয়েছে, আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য তিন থেকে চার লক্ষ টাকা। তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, আটককৃত তিনজনের মধ্যে একজন মনু, একজন আগরতলা, এবং অপরজন ডম্বুরের বাসিন্দা।
  তবে গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত চুনুপুটিদের  আটক করতে সক্ষম হলেও পুলিশের ধোয়া ছোঁয়ার বাইরে রয়েছে রাঘব বোয়ালেরা।

Get In Touch

joynagar.HGB road.Dasamighat. agartala. tripura west.799001

+9774113108

prasantjoynagar@gmail.com

Follow Us

1
Popular News
Flickr Photos

© Tripura Fourthpillar . All Rights Reserved.